N i u j g a n j

l o a d i n g

মুন্সিগঞ্জে ট্রলারডুবি ঘটনায় ইউপি সদস্য সহ দুইজনের মরদেহ উদ্ধার

টঙ্গীবাড়ি প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বাল্কহেডের ধাক্কায় পদ্মায় ট্রলারডুবি ঘটনার তিন দিন পরে এক ইউপি সদস্য সহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় ঘটনাস্থলের কাছ থেকে ভাসমান অবস্থায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন ঢাকার ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান (৫০) আরেক জন সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন অর রশিদ (৫২) বলে জানিয়েছে পুলিশ।

এরআগে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাল্কহেডটি আটক করে পুলিশ। এছাড়া ঘটনার দিন ছয় বছরের এক শিশু ফাহিজা ও ১৮ বছরের এক নারী শিফা আক্তারের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত।

এদিকে ট্রলার ডুবির এ ঘটনায় অভিযুক্ত বাল্কহেডের মালিক ও চালক সহ ৫ জনকে আসামী করে টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেছেন। ডুবে যাওয়া ট্রলারের চালক মোঃ আলামিন। এরপর বাল্কহেডের ৩ শ্রমিকে আটক করেছে পুলিশ।

মরদেহ উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।